ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে গ্রæপভুক্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ চত্বরে ১২টি কৃষক গ্রæপের মধ্যে থ্রেসার মেশিন বিতরণ করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো: মঞ্জুরুল হক। উপস্থিত ছিলেন প্রকল্পের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো: নুর আলম ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন।
অনুষ্ঠানে জানানো হয় কৃষি প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে এই প্রকল্পিিট বাস্তবায়ন হচ্ছে। কুড়িগ্রাম সদরে পর্যায়ক্রমে ৫৬টি গ্রæপের মধ্যে কৃষি যন্ত্রপাতি তিরণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।