দেওয়ানগঞ্জে কোভিড-১৯ পরিস্থিতিতে হাত ধোয়ার উপকরণ বিতরণ

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে কোভিড-১৯ পরিস্থিতিতে হাত ধোয়ার উপকরণ বিতরণ


ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ(জামালপুর)  প্রতিনিধি: ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় উন্নয়ন সংঘ বাস্তবায়নে BIeNGS project এর মাধ্যমে, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজার, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়, সানন্দবাড়ী ডিগ্রী কলেজ, সানন্দবাড়ী উপ-সহকারী স্বাস্থ্য কমপ্লেক্স,  চরআমখাওয়া ইউনিয়নপরিষদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে কোভিড-১৯ পরিস্থিতিতে বার বার হাত ধোয়ার অভ্যাস গড়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধান/প্রতিনিধিদের নিকট, ঢাকনা সহ বালতি ১টি, পানির কল ১টি,গামলা ১টি, টুল ১টি, পানির পট ১টি, ২৪০ গ্রাম ওজনের ডিটারজেন্ট ৩প্যাকেট, মোট ৮টি প্যাকেজ হস্তান্তর করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন BIeNGS project, উন্নয়ন সংঘ ডাংধরা ইউনিয়নের সাবেক কমিউনিটি ফ্যাসিলিটেটর মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, চরআমখাওয়া ইউনিয়নের সাবেক সিভিএ আজিজুর রহমান ও সিভিএ ওয়ার্কিং গ্রুপের সদস্য মোঃ আব্দুল্লাহ। 

হাত ধোয়ার উপকরণ সামগ্রী গ্রহণ করেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম প্রামাণিক, প্রফেসর মোঃ আনোয়ার হোসেন আকন্দ, সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন সহ সকল সহকারী শিক্ষকগণ, সানন্দবাড়ী পিআইসি'র কর্মকর্তা মোঃ জোয়াহের হোসেন খান এর পক্ষে কনস্টেবল আবু বক্কর ছিদ্দিক, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান আকন্দ, সানন্দবাড়ী উপ-স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান রাসেল, সানন্দবাড়ী বাজার ডাক্তার এন্ড কেমিষ্ট সমিতির সভাপতি মোঃ আজিজুর রহমান সহ বাজার দোকানদার গণ। 

অধ্যক্ষ সিরাজুল ইসলাম প্রামাণিক সকলের উদ্দেশ্যে বলেন- কোভিড-১৯ পরিস্থিতিতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ুন, মাস্ক ব্যবহার করুন, নিরাপদ দুরত্ব বজায় রাখুন, পরিস্কার পরিচ্ছন্ন থাকুন। আমাদের সকলের পক্ষ থেকে BIeNGS project, উন্নয়ন সংঘ কে ধন্যবাদ জ্ঞাপন করছি।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top