সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির আরো অবনতি হলে আসছে বছরের অমর একুশে বইমেলা ভার্চ্যুয়াল আয়োজন হতে পারে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী। গতকাল শুক্রবার রাতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বাংলা একাডেমির মহাপরিচালক জানান, ১ ফেব্রুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে না। আগামী রোববার একাডেমির পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দেয়া হবে। গত বৃহস্পতিবার কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি থেকে ভার্চ্যুয়াল মেলা আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি।
এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক জালাল আহমেদ বলেন, পুরো মাস জুড়েই অনুষ্ঠিত হবে এই মেলা। প্রতি বছর বইমেলা ঘিরে বাংলা একাডেমি যে অনুষ্ঠানগুলো করে সেগুলোও ভার্চুয়ালি হবে। অনলাইন প্ল্যাটফর্মকে ব্যবহার করেই বইয়ের প্রকাশনা থেকে শুরু করে বিভিন্ন পুরস্কার বিতরণী কার্যক্রম চলবে বলেও জানান পরিচালক। পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যানে পূর্ণ পরিসরে অনুষ্ঠিত হতে পারে বই মেলা।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।