মেলান্দহে অবৈধ স্থাপনা উচ্ছেদ

S M Ashraful Azom
0
মেলান্দহে অবৈধ স্থাপনা উচ্ছেদ


জামালপুর সংবাদদাতা: জামালপুরের মেলান্দহ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। ২ডিসেম্বর এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হাসান। নাজির এসএম রহিম উদ্দিন জানান-এই জমির উপর কয়েকটি মামলা হয়। এরমধ্যে ২০১৭ সালের ১৩ মার্চ গেন্দা শেখের ছেলে হাতেম আলী হাক্কু (৮০)’র দায়েরকৃত মামলাটির দীর্ঘ শুনানির পর বাদির পক্ষে রায় হয়। বিবাদী এই রায়ের উপর রিভিশনও করেন। 
সর্বশেষ মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সহকারি জজ আদালতের বিজ্ঞ বিচারক মনিরুল ইসলাম গত ২৯ নভেম্বর রায় প্রদান করেন। রায়ে বাদি হাতেম আলী হাক্কু শেখ ৪শতাংশ প্রাপ্ত হন। এই রায়ের ভিত্তিতে শান্তি স্থিতি বজায় রাখতে বিরোধীয় জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। 
বাদি হাতেম আলী হাক্কু জানান-প্রায় ত্রিশ বছর যাবৎ সাবেক এমপি ডা. নূরুল ইসলামের ছেলে সাবেক মেয়র হাজী দিদার পাশা আমার পৈত্রিক সম্পত্তির ৪ শতাংশ জমি জবর দখলে নিয়েছিলেন। মামলায় আমি বিচার পেয়েছি। 
ওদিকে মামলার বিবাদী হাজী দিদার পাশা জানান-জমিটি আমাদেরও পৈত্রিক সম্পত্তি ছিল। একসময় খাস হয়ে যায়। আমারও কাগজপত্র আছে। আমি সুবিচার পেতে উচ্চ আদালতে যাব।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top