ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নাগেশ^রী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জমান মন্ডল নিহত হয়েছে। মঙ্গলবার (১ডিসেম্বর) রাত ৯টার দিকে রায়গঞ্জ বাজার থেকে পাশর্^বর্তী আন্ধারীরঝাড় বাজারে মটর সাইকেলযোগে যাওয়ার সময় ট্রলির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। মূমূর্ষ অবস্থায় তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। আহত ট্রলি চালককে নাগেশ^রী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা যায়, রায়গঞ্জ বাজারে অবস্থিত নিজ বাসা থেকে পাশর্^বর্তী ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় বাজারে মটর সাইকেলযোগে যাওয়ার সময় আন্ধারীরঝাড় বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন আয়নাল মন্ডলের চাতালের সামনে ট্রলির সাথে মুখোমূখী ধাক্কা লাগলে তিনি ছিটকে পরেন। গুরুতর আহত সাবেক ইউপি চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এসময় ঘাতক ট্রলিটি আটক করে আহত ট্রলি চালককে নাগেশ^রী হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে রায়গঞ্জ হাইস্কুল মাঠে নুরুজ্জামান মন্ডলের জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নুরুজ্জামান মন্ডল রায়গঞ্জ ইউনিয়নে দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ^রী থানার অফিসার ইনচার্জ রওশন কবির জানান, ট্রলির সাথে মটর সাইকেলের মুখোমূখী সংঘর্ষে গুরুতর আহত রায়গঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান মন্ডলকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।