ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন করে প্রার্থী দলীয় ও ৩ জন স্বতন্ত্র প্রার্থী মেয়র পদে তাদের মনোনয়ন দাখিল করেছেন।
প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মো: কাজিউল ইসলাম, বিএনপি’র মো: শফিকুল ইসলাম (বেবু), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো: আব্দুল মজিদ, স্বতন্ত্র প্রার্থী মো: মোস্তাফিজার রহমান, মো: আবু বকর সিদ্দিক ও মো: সাইদুল হাসান দুলাল।
এছাড়াও কাউন্সিলর পদে ৫১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সকাল ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে এসব মনোনয়ন পত্র দাখিল করা হয়।
জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম জানান, মেয়র পদে আওয়ামীলীগ, বিএনপি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন থেকে একজন করে প্রার্থী দলীয় এবং স্বতন্ত্র পদে ৩ জন মনোনয়ন দাখিল করেছেন। এছাড়া কমিশনার পদে ৫১ টি ও সংরক্ষিত মহিলা পদে ১৩ টি মনোনয়ন দাখিল করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।