লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: যমুনার নদীভাঙ্গন থেকে এলাকাবাসীকে রক্ষায় জামালপুরের ইসলামপুর সাপধরী ইউনিয়নের যমুনার দূর্গমচরের ইন্দুল্লামারী বাধঁ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
এলাকাবাসীর সেচ্ছা শ্রম ও অর্থায়নে এবং উপজেলা প্রশাসনের অর্থায়নে এই বাধঁ নির্মিত হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.জামাল আব্দুন নাছের বাবুল শুক্রবার নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন- এই বাধঁটি নির্মান খুবই জরুরী বিধায় এলাকাবাসী সেচ্ছা শ্রম ও অর্থ দিয়ে শুরু করেছে। বাধঁটি নির্মানে দ্রæতই আমরা বরাদ্ধ ব্যবস্থা করছি।
এসময় সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউনিয়ন আ'লীগের সভাপতি খলিলুর রহমান, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি জালাল হোসেন, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু, সাংগঠনিক সম্পাদক আল আমিন সহ এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকে ইন্দুল্লামারী খালটি ভেঙ্গে অনেক বসত বাড়ী বিলনি হয়েছে। নদী ভাঙন থেকে রক্ষা পেতে এই বাধঁ নির্মান জরুরী। এতে সাপধরী ইউনিয়নের কয়েকটি গ্রাম সহ হাজার হাজার একর ফসলি জমি রক্ষা পাবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।