পাররামরামপুর ইউপি পুণঃ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়

S M Ashraful Azom
0
পাররামরামপুর ইউপি পুণঃ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর জয়


ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: ৫ ডিসেম্বর শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদ পুণঃনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ সোহেল রানা আনারস প্রতীকে ৬ হাজার ৮৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রার্থী মোঃ আসাদুজ্জামান লেমন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৭৫ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন এবং আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী ফজলে রাব্বি জুয়েল ৬ হাজার ২১২ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। 

বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ৩নং পাররামরামপুর ইউনিয়ন পরিষদের পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু ও নিরিবিলি পরিবেশে ভোটার গণ ভোট প্রয়োগ করতে পেরে আনন্দের সহিত ভোটারদের ভোট কেন্দ্রে অবস্থান করতে লক্ষ্য করা গেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top