স্টাফ রিপোর্টার: প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ (এনসিডিডাব্লিউ) এর উদ্যোগে এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে আজ ৩রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২০ উৎযাপন উপলক্ষ্যে রংপুর সদর উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসের প্রতিপাদ্য বিষয় ”কোভিড ১৯ প্রেক্ষাপটে প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পৃক্ত করি, নতুন ভাবে টেকসই বিশ্ব গড়ি।র্যালীটি সদর উপজেলার উত্তম হাজিরহাট থেকে শুরু করে কাউন্সিলর অফিসের নিকট শেষ হয়।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
র্যালী শেষে রংপুর সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর অফিসে সংক্ষিপ্ত আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড কাউন্সিল জনাব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রাক্তন সরকারী কর্মকর্তা জনাব জমির উদ্দীন। সভাটি পরিচালনা করেন এনসিডিডাব্লিউ’র ফিল্ড কো-অর্ডিনেটর জনাব হাসানুজ্জামান। সভায় প্রধান অতিথি বলেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ দিন। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে জাকজমকভাবে পালন করা সম্ভব হচ্ছে না। স্বাস্থবিধি মেনে ঘরোয়া পরিবেশে পালন করা হচ্ছে।
কোভিড ১৯ মহামারিতে প্রতিবন্ধী জনগোষ্ঠী সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ ও সংকটময় সময় অতিবাহিত করছে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে উদ্যোগ গ্রহণ করতে হবে।
কোভিড ১৯ মহামারীর কারণে সরকারের পক্ষ থেকে অন্যান্য বছরের ন্যায় এবারে জাকজমকপূর্ণভাবে দিবসটি উৎযাপন করার নির্দেশনা না থাকায় স্বাস্থবিধি মেনে এনসিডিডাব্লিউ ডিপিও পর্যায়ে র্যালী ও আলোচনা সভা আয়োজন করেছে।
এনসিডিডাব্লিউ’র প্রকল্প এলাকা তারাগঞ্জ উপজেলার কুর্শা ও ইকরচালী ইউনিয়ন, গংগাচড়া উপজেলার লক্ষীটারী ও গংগাচড়া ইউনিয়ন, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ও দূর্গাপুর ইউনিয়ন, বদরগঞ্জ উপজেলার মধুপুর ও কালুপাড়া ইউনিয়ন এবং রংপুর সিটি কর্পোরেশনে ১,২,৩ নং ওয়ার্ডে পৃথক পৃথক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালী ও আলোচনা সভায় স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও/সিএসও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং তৃণমূল পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।