আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিলেন ইসলামপুরের ১১প্রার্থী

S M Ashraful Azom
0
আওয়ামী লীগের মনোনয়ন পেতে ফরম জমা দিলেন ইসলামপুরের ১১প্রার্থী


লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি: আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর পৌরসভা মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দিয়েছেন ইসলামপুরের প্রার্থী ১১জন। বৃহস্পতিবার সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা ফরম জমা দেন। এর আগে আওয়ামী লীগ কার্যালয় থেকে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন ওরা ১১জন। 
তারা হলেন-ইসলামপুর কলেজের উপাধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদ উদ্দিন আহমেদ,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ কাদের শেখ,উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম,শহর আওয়ামী লীগের নবাগত সভাপতি দুইবারের কাউন্সিলর,প্যানেল মেয়র অংকন কর্মকার,শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর,উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক শাহ সালাউদ্দিন ,আইন সম্পাদক এড.রাহাত পাহলোয়ান,শহর আ’লীগের সা.সম্পাদক প্রভাষক খলিলুর রহমান,ঢাকা দক্ষিনের দপ্তর সম্পাদক ডলি মোশারফ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি একেএম রকিবুজ্জামান লাভলু, এড.আরমানুল হাসান জারজিস। 
আগামী নির্বাচনের পৌরবাসী- আধুনিক পরিচ্ছন্ন শহর গড়তে দূর্নীতি মূক্ত, জলাবদ্ধতা দূরীকরণ, এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ, পৌরবাসীর সুবিধার্থে ৯টি ওয়ার্ডে কাউন্সিলর অফিস স্থাপন, কর প্রদান, মাদক ও সন্ত্রাস নিমূর্ল, শিশুদের সুস্থ মানসিক বিকাশের জন্য সবুজ খেলার মাঠ, ফুটপাতে পায়ে হেঁটে চলাচল, ওভার ব্রিজ, আধুনিক শিক্ষা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থানে ওয়াইফাই ইন্টারনেট এবং ময়লা আবর্জনার জন্য থাকবে নির্দিষ্ট ডাস্টবিন, সুসজ্জিত যাত্রী ছাউনিসহ পরিচ্ছন্নতা অভিযান, মশকনিধন, অবকাঠামো গত উন্নয়ন, শহরের সৌন্দর্যবর্ধন, মা ও শিশুসহ সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিককরণ, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে পৌরসেবা দেওয়া, নারীসহ দরিদ্র জনগোষ্ঠীকে কর্মদ্যোগী করা, ভূমিহীন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের জন্য আবাসন প্রকল্প, বেকার তরুণ-তরুণীদের জন্য প্রযুক্তিনির্ভর  প্রকল্প এবং দুর্যোগকালীন জরুরি ত্রাণ সরবরাহ করতে জবাবদিহিতা মূলক একজন পরিচ্ছন্ন সেবককে দেখতে চান।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
class="lazy"
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top