লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বিয়ের দাবীতে প্রেমিক নানার বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী। উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর গ্রামে এ ঘটনায় চাঞ্চল্যের সৃস্টি হয়েছে ।
মঙ্গলবার আইনগত প্রতিকার চেয়ে তরুণীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে,উপজেলার গোয়ালের চর ইউনিয়নের সভারচর পশ্চিমপাড়া গ্রামের জহুরুল হকের ২২ বছর বয়সী কন্যা পার্শ্ববর্তী মৃত সাহেব আলীর ছেলে সাদ্দাম শেখের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। সাদ্দাম সম্পর্কে মেয়েটির নানার চাচাতো ভাই।
তরুণী জানায়, বছর খানেক আগে পার্শ্ববর্তী মোহাম্মদপুর গ্রামে তার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই দুঃসম্পর্কের নানা সাদ্দাম তাকে প্রেমের প্রস্তাব দেন। এক পর্যায়ে সাদ্দামের নানার প্রেমের ফাঁদে পড়ে পাঁচ মাস আগে স্বামীকে তালাক দেন।
স্বামীকে তালাক দেওয়ার পর তিনি প্রেমিক সাদ্দামকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। এতে সাদ্দাম তালবাহানা শুরু করেন। এরপর ওই তরুণী বিয়ের দাবিতে গত ১৬ ডিসেম্বর থেকে সাদ্দামের বাড়িতে অনশনে বসেন। এ ঘটনার দু’দিন পর থেকেই নানা সাদ্দাম আত্মগোপনে রয়েছেন।
ইসলামপুর থানার এসআই আবু রায়হান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দ্রুত সময়ের মধ্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।