কুড়িগ্রামে বালাকুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য!

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে বালাকুড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্য!


ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে স্থাপিত বালাকুড়া ইসলামিয়া দাখিল মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রেজা (ডায়াবেটিস) ও সুপার আব্দুল আজিজ এর বিরুদ্ধে ২০ লক্ষ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মেধার মূল্যায়ন না করে গোপনীয়তার মাধ্যমে তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

সরেজমিন অনুসন্ধানে জানা যায়, গত ২৭ নভেম্বর’২০২০ইং কুড়িগ্রাম সদর উপজেলার আলিয়া কামিল মাদরাসায় ৩টি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগেই প্রার্থী চূড়ান্ত থাকায় সার্পোটিং কয়েকজনকে রেখে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আয়া পদে মুছব আলীর স্ত্রী মুক্তা বেগমকে নিয়োগের বিনিময়ে ০৭ শতাংশ জমি, আনছার আলীর পুত্র আতিকুর রহমানকে পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগের বিনিময়ে ১০ শতাংশ জমি প্রতিষ্ঠানের নামে ডোনেশন বাবদ দেয়ার চুক্তিতে এবং সম্বিল মাস্টারের পুত্র রাশেদুলকে কেরানী পদে মোটা অংকের উৎকোচের বিনিময়ে নিয়োগ প্রদান করেন মাদরাসার সভাপতি ও সুপার। তথ্য সংগ্রহে জানা যায়, অত্যান্ত গোপনীয়তা রক্ষা করে সভাপতি ও সুপারের যোগসাজসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করায় অনেক যোগ্য প্রার্থী আবেদন করতে পারেনি বলে এলাকাবাসী জানিয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইতিপূর্বেও সুপার আব্দুল আজিজ এলাকায় নারী কেলেঙ্কারী সহ বিভিন্ন ঘটনা ঘটিয়ে সংবাদপত্রে শিরোনাম হয়েছিলেন। এ ব্যাপারে সুপার আব্দুল আজিজ এর সাথে কথা হলে তিনি বলেন- আমি আমার মাদরাসার এই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় কার্যক্রম ম্যানেজিং কমিটির সভাপতির নির্দেশে করেছি। আপনাদের কোন কিছু জানার থাকলে সভাপতির সাথে কথা বলুন। আমি এব্যাপারে কিছু বলবো না। ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম রেজার সাথে কথা বললে তিনি বলেন- আমি অনেক প্রতিষ্ঠানের সাথে জড়িত। আগামী ইউপি নির্বাচনে হলোখানা ইউনিয়ন পরিষদের আমি একজন চেয়ারম্যান প্রার্থী। এলাকার সবাইকে ঠিক রেখে আমাকে চলতে হয়। ডোনেশন ছাড়া আজকাল চাকুরীর কোন সুযোগ নেই। সম্প্রতি নিয়োগ প্রাপ্ত আয়া, পরিচ্ছন্নতা কর্মী ও কেরানীর মতামত জানতে তাদের বাড়িতে গিয়েও তাদের সাক্ষাৎ পাওয়া যায়নি। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top