কাজিপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে কর্মসূচি পালন করেছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। এসময় তাঁদের স্লোগান ছিলো “জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লাণ।”
শনিবার (১২ ডিসেম্বর) বেলা এগারটায় তাঁরা উপজেলা পরিষদ মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনা পারভীন, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, থানার তদন্ত অফিসার (পরিদর্শক) আনিসুর রহমান প্রমূখ। প্রতিবাদ সমাবেশে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণও অংশ নেন।
কর্মকর্তারা জানান, অফিসারগণ নিজ নিজ দায়িত্ব পালন করবে, একইসাথে প্রতিবাদও করবে। নাগরিক হিসেবে সরকারি কর্মকর্তাদেরও দায়িত্ব আছে প্রতিবাদ সভা সমাবেশ ও মিছিলে শামিল হওয়ার। এর অংশ হিসেবেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে আজ সারা দেশের মানুষের মতো তাঁরাও প্রতিবাদ সভায় অংশ নিয়েছেন ।
তাঁরা বলেন, জাতির জনকের সম্মান অটুট রাখা তাঁদেরও দায়িত্ব। তাঁরা দেশবাসীকে জানাতে চান স্বাধীনতার মহান স্থপতি জাতির জনকের সম্মান রক্ষা করা সচেতন প্রতিটি নাগরিকেরই দায়িত্ব।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।