উল্লাপাড়া প্রতিনিধি: ফুলজোড় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালত মোট ৭ ব্যক্তিকে দুই মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন।
উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান বুধবার বিকেলে ফুলজোড় নদীপাড়ে উক্ত ব্যক্তিদের এই সাজা প্রদান করেন।
আদালত অবৈধভাবে বালু উত্তোলনে সহযোগিতা করার জন্য কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তারকে ৭০ হাজার টাকা জরিমান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, স্থানীয় বাসিন্দা সানাউল্লাহ (৫৫), আবু সামা (৩০), আফসার আলী (২৫), আব্দুর রাজ্জাক (৪৫), শহিদুল ইসলাম (৪২), মোঃ শামীম (৩২), মোঃ রুবেল (২৪)।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, উল্লিখিত ব্যক্তিগন বেশকিছুদিন ধরে অবৈধভাবে এই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তিনি বালু উত্তোলন এলাকায় গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।