কাজিপুর প্রতিনিধি: বিকট শব্দ করে মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলো সার্কাসের একটি হাতি। নিকটে বসে চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো বেচার মাহুত সোহেল ইসলামের। বুধবার(৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্তবাজার পেট্রোল পাম্পের নিকট এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং হাতির মাহুত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন সার্কাস বন্ধ থাকায় হাতিটি আটকা পড়েছিলো নওগা জেলার ধামুরই হাট এলাকায়। গত পরশু সেখান থেকে হাতির মাহুত সোহেল হাতিটি নিয়ে রওনা হয়। বুধবার তিনি কাজিপুর এলাকায় আসেন এবং দোকানে দোকানে হাতি দিয়ে কিছু টাকা ওঠান। এভাবে চলতে চলতে সন্ধ্যা সামলে সিমান্ত বাজার এলাকায় হাতিটিকে কলাগাছ খেতে দেন তিনি। এসময় হাতিটি তারস্বরে ডাক দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই হাতির দেহ নিথর হয়ে যায়। বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) দুপুরে ঘটনা স্থলে গিয়ে দেখা যায় হাতিটির মরদেহ পড়ে রয়েছে ওখানেই। উৎসুক জনতা সেখানে ভিড় করছেন। এসময় মাহুত সোহেল জানান, ‘ হাতিটির বয়স হয়ে গিয়েছিলো। তাছাড়া অন্য কোন অসুখ ছিলো না। তিনি জানান, হাতিটির মালিককে খবর দেয়া হয়েছে। উনি সিলেট থেকে রওনা দিয়েছেন। এদিকে কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী জানান, ‘ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে খবর নিয়েছি। মালিক এলেই মৃত্যুর বিষয়ে তার সাথে কথা বলবো। ’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।