শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মোন্তাছের বিল্লাহ’র সাথে রৌমারীর সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে থানার অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কুদ্দুস বিশ্বাস দৈনিক কালেরকন্ঠ, রফিকুল ইসলাম সাজু দৈনিক মানবজমিন ও দ্বীপদেশ অনলাইন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, আমির হোসেন দৈনিক ইত্তেফাক, শফিকুল ইসলাম দৈনিক জবাবদিহি, শাহাদত হোসেন দৈনিক সবুজ নিশান ও জেটিভি, এসএসএ মোমেন দৈনিক সমাচার, মাসুদ পারভেজ রুবেল দৈনিক ভোরের কাগজ, মিন্টু মিয়া দৈনিক জামালপুর দিনকাল, মাসুদ রানা দৈনিক প্রতিদিনের সংবাদ।
মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ মোন্তাছের বিল্লাহ বলেন, আমি সাংবাদিকদের কাছে সহযোগিতা চাই। যাতে মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ মুলক প্রতিরোধ করতে পারি। কেউ যাতে অপরাধের সাথে জড়িয়ে পড়তে না পারে সেদিক সবাইকে সজাগ থাকতে হবে। আমি কোন সময়ে আমার দায়িত্বের অবহেলা করবো না। আমি সবার কাছে দোয়া কামনা করছি।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।