কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেছেন,
‘গ্রামের আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। নিষ্ঠার সাথে কাজ করলে এদিকে আপনাদের সম্মান যেমন বাড়বে তেমনি দেশও এগিয়ে যাবে। আশা করি এই প্রশিক্ষণের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনারা দায়িত্ব পালনে সচেষ্ট হবেন।’
মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের জন্য “আইন শৃংখলা রক্ষায় গ্রাম পুলিশদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ” সমাপনী সনদ বিতরণকালে তিনি এসব কথা বলেন।
কাজিপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। উপজেলার ১২ টি ইউনিয়নের ১১৮ জন গ্রাম পুলিশ এই প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুরের সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।