সেবা ডেস্ক: পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনে যুক্তরাজ্যের ফ্লাইট বন্ধ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বৃহস্পতিবার সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।
লন্ডনফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাত দিনের কোয়ারেন্টাইনের পাশাপাশি সবার জন্য পিসিআর টেস্ট রিপোর্ট বাধ্যতামূলক। বিমানবন্দর কর্তৃপক্ষ লন্ডনফেরত যাত্রীদের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
প্রসঙ্গত, এদিন সকালে শাহজালাল বিমানবন্দরের যাত্রী এবং এয়ারক্রাফটকে নিরাপদ রাখতে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে একটি ফ্লাইটে বোম থ্রেট মোকাবিলা করার পদ্ধতি দেখানো হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।