উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


রাজু আহমেদ সাহান - উল্লাপাড়া প্রতিনিধি: হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুণরুদ্ধার করতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে মুজিব জম্ম শতবর্ষ উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগন ইউনিয়নের মনোহরা গ্রামের চেয়ারম্যান বটতলায় ২ দিন ব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার বিকেলে দ্বিতীয় দিনের মত চুড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। এ খেলাকে ঘিরে এলাকায় বইছে উৎসবের আমেজ।

দুর্গানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মনোহরা গ্রামবাসীর আয়োজনে রবিবার ২ দিন ব্যাপী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আফছার আলী। এ উপলক্ষে হা-ডু-ডু খেলা, লাঠিবারি খেলা, বাউল গান ও পৌষ মেলার আয়োজন করা হয়। 

আয়োজক কমিটির সভাপতি স্থানীয় চেয়ারম্যান আফছার আলী জানান, ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রায় ২০ থেকে ২২ জোড়া ঘোড়ার আগমন ঘটে। সিরাজগঞ্জসহ পাশ্ববর্তী জেলা পাবনা, নাটোর বগুড়া থেকে এসেও ঘোড়ার মালিকেরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহন করেছে। ঘোড়া দৌড়কে কেন্দ্র করে গ্রামীণ ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা, লাঠিবারি খেলা, বাউল গান ও পৌষ মেলার উৎসব চলছে। এলাকার প্রতিটি পরিবারে দুর-দুরান্ত থেকে এসেছে তাদের স্বজনেরা এ মেলায় অংশ নিতে। কারো ভাই, কারো বোন, কারো বা নিকটতম স্বজনেরা মেলা উপলক্ষে এসে পরিবারে জমিয়েছে বাড়তি আমেজ।

খেলা দেখতে আসা দর্শক রফিক জানান- আগের দিনে বিভিন্ন জায়গায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এখন আর সচারাচর দেখা যায় না। তাই এ খেলাকে ঘিরে প্রচুর দর্শকের আগমন ঘটেছে। 
নাটোর থেকে আসা ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়ার আসলাম জানান, মানুষকে আনন্দ ও বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই তারা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা দেখিয়ে থাকেন। উত্তরবঙ্গের যেখানেই এ খেলা অনুষ্ঠিত হয় সেখানেই অংশ নেন বলে সে জানান।   

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, তীব্র শীত ও কুয়শাকে উপেক্ষা করে আয়োজিত ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রচুর দর্শকের আগমন ঘটেছে। এ উপলক্ষে গ্রামে বসেছে পৌষ মেলা। এলাকার পাড়ায় পাড়ায় নারী, পুরুষ , হিন্দু-মুসলিম সকলের মধ্যে আনন্দের সাজ সাজ রব বইছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top