অর্থ আত্মসাত মামলায় ইসলামপুরের অধ্যক্ষ কারাগারে

S M Ashraful Azom
0
অর্থ আত্মসাত মামলায় ইসলামপুরের অধ্যক্ষ কারাগারে


লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : অর্থ আত্মসাতের মামলায় জামালপুরের ইসলামপুর জে জে কে এম গার্লস হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। 

প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর উচ্চ আদালত থেকে আগাম জামিনে ছিলেন। আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ায় জামালপুর জেলা দায়রা জজ আদালতে আত্মসমর্পন করতে গেলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানাগেছে,অধ্যক্ষ মো. আব্দুছ ছালাম চৌধুরী ২০২০ খ্রিষ্টাব্দের ২ ফেব্রুয়ারি তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনে সাবেক এক ছাত্রীর সহ রেলওয়ে পুলিশের কাছে আটক হন। পরবর্তীতে পুলিশ তাকে জামালপুর রেলওয়ে পুলিশ থানায় সোপর্দ করে। এ ঘটনায় সেখানে জিডি হয়। 

অর্থ আত্মসাতের প্রমানে অ্যাডহক কমিটির সদস্য ও সিনিয়র শিক্ষক মো. শামছুল আলম বাদী হয়ে গত ১৩ আগস্ট  অধ্যক্ষের বিরুদ্ধে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৩লক্ষ ৫১হাজার টাকা  আত্মসাতের অভিযোগে বরখাস্তকৃত অধ্যক্ষ আ:ছালাম চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলা করেন।
 
মামলাটি পিবিআই তদন্ত শেষে অর্থ আত্মসাতের বিষয়টি প্রমাণিত হয়। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। উক্ত মামলায় বৃহস্পতিবার জামালপুর জেলা দায়রা জজ আদালতে অধ্যক্ষ আ:ছালাম চৌধুরী হাজিরা হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালতের ম্যাজিষ্ট্রেট জুলফিকার আলী খাঁন মামলা শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন। এদিকে বহুল আলোচিত নারী কেলেঙ্কারী ঘটনার নায়ক প্রতিষ্ঠানের অর্থ আত্মসাত মামলায় জেলেহাজতে যাওয়ার খবর ইসলামপুরে পৌঁছলে আনন্দ উল্লাস করে ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ইসলামপুর জেজেকেএম গাল্স হাইস্কুল এন্ড কলেজের শিক্ষক মন্ডলী,অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top