শান্তিপূর্ন ভাবে চলছে ধনবাড়ী পৌর নির্বাচনের ভোটগ্রহণ

S M Ashraful Azom
0
শান্তিপূর্ন ভাবে চলছে ধনবাড়ী পৌর নির্বাচনের ভোটগ্রহণ
ধনবাড়ী পৌরসভা নির্বাচনঃ ৩ং ওয়ার্ড (চাতুটিয়া) ভোট গ্রহন চলছে


সেবা ডেস্ক: কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো এ পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছেন ভোটাররা।

আজ শনিবার সকাল ৮টা থেকে পৌরসভার ১৫ ভোটকেন্দ্রে একযোগে এ ভোট গ্রহণ শুরু হয়। এ পৌর সভার ৩০ হাজার ৩ জন ভোটার আজ তাদের ভোটাধিকার প্রয়োগ করে পৌর মেয়র ও কাউন্সিলর নির্বাচিত করবেন।
পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র
পানকাতা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র

সকালে বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটকেন্দ্রগুলোতে ভোটাররা নানা উৎসাহে নিয়ে তাদের পছন্দের ভোটারকে ভোট দিতে এসেছেন। প্রথম বারের মতো ইভিএমএ ভোট দিয়ে তারা উল্লাস প্রকাশ করছেন। সব চেয়ে বেশি আনন্দ প্রকাশ করছেন তরুণ ভোটাররা।
ধনবাড়ী পৌরসভা নির্বাচনঃ কয়াপাড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র
ধনবাড়ী পৌরসভা নির্বাচনঃ কয়াপাড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র

ভোট দিতে আসা বয়োবৃদ্ধ ভোটার বুলি বেগম জানান, ‘বাবারে কি দুনিয়া আইলো... খালি নোক দিয়া ধরলাম আর ভোট ওইয়া গেলো। এহল আর বলে কাগজে সীল মারন লাগে না। আল্লাহ যে আমাগরে কতো কি যে দেহাবো।’ তিনি বলেন পছন্দের ভোটারদের ভোট দিলাম।
খুব সুন্দর ভাবেই চলছে ভোটগ্রহণ : বিলাসপুর কেন্দ্র।
খুব সুন্দর ভাবেই চলছে ভোটগ্রহণ : বিলাসপুর কেন্দ্র।

ধনবাড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার করুনা সিন্দু চাকলাদার জানান, এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে মোট ভোটার ৩০ হাজার ৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৪৬৩ জন এবং মহিলা ভোটার ১৫ হাজার ৫৪০ জন। 
ধনবাড়ী পৌরসভা নির্বাচন: ৮ নং কেন্দ্র  ধনবাড়ী কলেজ
ধনবাড়ী পৌরসভা নির্বাচন: ৮ নং কেন্দ্র ধনবাড়ী কলেজ

নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসারসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। কোন প্রার্থী যদি নির্বাচনে অনিয়ম করতে চায় তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।


উল্লেখ্য, 'খ' শ্রেণীর এ পৌরসভায় মেয়র পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএনপি’র প্রার্থী এসএমএ সোবহান এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) সদ্য বহিস্কৃত উপজেলা যুব লীগ সভাপতি মুহাম্মদ মনিরুজ্জামান বকল (নারিকেল গাছ) ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুহাম্মদ আলী কিসলু (জগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করছেন। এ ছাড়া ৯টি সাধারণ আসনে কাউন্সিলর পদে ২৮ জন এবং ৩টি মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিন্ধন্ধীতা করছেন।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top