সেবা ডেস্ক: প্রতিবেশী দেশ ভারতের ক্ষমতাসীন বিজেপির যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীকে কয়েক লাখ টাকার কোকেনসহ গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
শুক্রবার বিকেলে ওই বিজেপি নেত্রী ও একই দলের নেতা প্রবীর দে-কে কলকাতার নিউ আলিপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার নিউ আলিপুরের এনআর অ্যাভিনিউ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন বিকালে পামেলা। গাড়িতে প্রবীর ছাড়াও ছিলেন পামেলার নিরাপত্তারক্ষীরা। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই গাড়ি আটকায়। পামেলার কাছ থেকে উদ্ধার হয়েছে ১০০ গ্রাম কোকেন।
দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত পামেলা গোস্বামী। সম্প্রতি তিনি বিজেপির যুব মোর্চার রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই মাদকের বাজারদর কয়েক লাখ টাকা। কেন এবং কোথায় ওই মাদক নিয়ে যাওয়া হচ্ছিল, কোনো বড় চক্রের সঙ্গে পামেলারা জড়িত রয়েছেন কি-না, এ বিষয়ে অন্য কারো যোগাযোগ রয়েছে কি-না- তা তদন্ত করে দেখা হবে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নিউ আলিপুরে প্রতিনিয়ত যাতায়াত ছিল পামেলার। প্রবীর দেও ওই এলাকায় ঘোরাফেরা করতেন বলে জানিয়েছে পুলিশ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।