জিএম ফাতিউল হাফিজ বাবু: জামালপুরের বকশীগঞ্জে ভয়াবহ বন্যায় রাস্তা ভেঙে খাল তৈরি হওয়ায় সেই খালের উপর ১১৫ ফুট কাঠের সাঁকো নির্মাণ করে দিয়েছেন ইউপি চেয়ারম্যান।
স্থানীয় জনগোষ্ঠির অসুবিধার কথা চিন্তা করে নিজস্ব তহবিল থেকে ওই সাঁকোটি নির্মাণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ভয়াবহ বন্যায় সাধুরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর কামালের বার্ত্তী থেকে কামালের বার্ত্তী বাজার সড়ক ভেঙে একটি বিশাল খাল হয়।
বন্যার পানি শুকিয়ে গেলে চরকামালের বার্ত্তী, পশ্চিম কামালের বার্ত্তী, বাচ্চা গ্রাম, তালতলা , নশুরচর সহ কয়েকটি গ্রামের মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগের সৃষ্টি হয়।
সম্প্রতি এসব গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া দশানী নদীর তীরে ব্যাপক সবজি চাষ করা হয়েছে।
এই খালের কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থায় ধ্বস নেমে গাড়ি,যানবাহন চলাচলে ও ফসল উৎপাদনে ব্যাহত হওয়া সহ বিভিন্ন সবজি ও কৃষি পণ্য গুলো বাজারজাত করা নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয়।
ফলে কৃষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি এবং কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য না পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই বাজার করতে না পারায় তাদের মধ্যে হতাশা দেখা দেয়।
এ নিয়ে গ্রাম ভিত্তিক সংগঠন (সিবিও) চরকামালের বার্ত্তী বিকাশ উন্নয়ন সংঘ ও সাধুরপাড়া ইউনিয়ন যুব নেটওয়ার্কের কয়েকজন সদস্য সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর কাছে যান এবং ওই খালের উপর একটি সাঁকো নির্মাণ করে দেয়ার দাবি জানান। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু ওই খালের উপর একটি সাঁকো নির্মাণের উদ্যোগ নেন এবং গত ৬ জানুয়ারি থেকে তার নিজস্ব অর্থায়নে কাঠের সাঁকোটি নির্মাণ শুরু করেন।
সম্প্রতি ১১৫ ফুট দৈর্ঘ্যরে এই কাঠের সাঁকোটি নির্মাণ কাজ শেষ হয়।
চরকামালের বার্ত্তী বিকাশ উন্নয়ন সংঘের সভাপতি মো. হাসানুর রহমান জানান, এলাকাবাসীর সমস্যার কথা চিন্তা করে আমরা সিবিও থেকে কয়েকজন মিলে চেয়ারম্যানের কাছে সাঁকো নির্মাণের দাবি জানালে তিনি দ্রæত সাঁকোটি নির্মাণ করে দিয়েছেন।
সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু জানান, এই খালের কারণের মানুষের চলাচলে খুবই অসুবিধায় পড়তে হয়েছে তাই স্থানীয় এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে সাঁকোটি নির্মাণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।