মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী সংবাদদাতা : দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে সংরক্ষিত আসনের সংসদ সদস্য-৩১৩ মহিলা আসন-১৩ এর অনুকূলে গ্রামীণ অবকাঠোমো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় দ্বিতীয় কিস্তিতে মোট ১৬ লক্ষ ৬৮টি হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৩৫টি প্রকল্পে ১৬ লক্ষ ৬৩টি হাজার টাকা ও কালীগঞ্জ উপজেলায় একটি প্রকল্পে ৪৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
শনিবার সকালে টঙ্গীর রেলওয়ে শিশু নিকেতন কেন্দ্রে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, স্কুল ও মন্দিরে চেক বিতরণ অনুষ্ঠান কর্মসূচি পালন করা হয়। চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বেগম শামসুন নাহার ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টঙ্গী প্রেসক্লাবের সভাপতি এম.এ হায়দার সরকার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শহীদ উল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, টঙ্গী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রজব আলী, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক কবির আহমেদ মন্ডল, টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগ নেতা এম এম নাসির উদ্দীন প্রমুখ।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।