উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দু'সন্তানের জননী গৃহবধু পপি রাণী হালদার (২৭) ফাসিতে ঝুলে আতœহত্যা করেছে। সে পৌরসভার ঝিকিড়া মহল্লার খোকন হালদারের স্ত্রী। উল্লাপাড়া মডেল থানা পুলিশ লাশ পপির লাশ উদ্বার করে বুধবার ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মডেল থানা সুত্রে জানা গেছে , উল্লাপাড়া পৌর এলাকা ঝিকিড়া মহল্লার খোকন হালদারের সাথে পপি রাণী হালদারের প্রায় দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। গত মঙ্গলবার রাত আটটার দিকে পপি রাণী হালদার সাংসারিক ছোট খাটো বিষয় নিয়ে স্বামী খোকনের উপর অভিমান করে নিজ বসতঘরে ফ্যানের সাথে ফাসিতে ঝুলে আতœহত্যা করে। পপি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।
মডেল থানার এস আই জাহাঙ্গীর হোসেন জানান, কি কারণে সে আতœহত্যা করেছে তা সঠিক করে জানা যায়নি। রাতেই লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।