উল্লাপাড়া প্রতিনিধি : করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি এ্যাওয়ার্ড পেলেন বিশিষ্ট সমাজ সেবক মাসুদ রানা সুখন। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী। সম্প্রতি ঢাকার একুশে স্মৃতি পরিষদ এই পদক প্রদান করেন।
২০২১ সালের ১৮ ফেব্রুয়ারিতে একুশে স্মৃতি পরিষদের আয়োজনে চেয়ারম্যান শাহ আলম চুনু'র সভাপতিত্বে করোনা মহামারিতে জনসচেতনতা ও সমাজ সেবায় এলাকায় বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি পরিষদ সারাদেশে কয়েকজন বিশিষ্ট নাগরিককে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। মাসুদ রানা সুখনকে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন একুশে স্মৃতি পরিষদের মহাসচিব এম. এইচ আরমান চৌধুরী। অনুষ্ঠানে মাসুদ রানা সুখনের ভবিষ্যত জীবনের সাফল্য কামনা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।