বকশীগঞ্জ প্রতিনিধি: বেরসকারি উন্নয়ন সংস্থা আশা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে তার রূহের মাগফিরাত কামনায় জামালপুরের বকশীগঞ্জে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আশার বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে শুক্রবার জুমার নামাজ পর উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ মিলাদ ও দোয়া পরিচালনা করনে।
এ সময় আশার বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মামুনুর রশিদ, বকশীগঞ্জ ব্রাঞ্চ-১ এর সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ফরহাদ হোসেন, বকশীগঞ্জ-২ ব্রাঞ্চ ম্যানেজার খন্দকার আদম শফিউল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ , আশার বকশীগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী সহ সুধীজনরা অংশ গ্রহণ করেন। তারা সকলেই সফিকুল হক চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।