জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে মহান একুশে ফেব্রæয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা ১৭ ফেব্রুয়ারি বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-আ’লীগ সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ চেয়ারম্যান, প্যানেল মেয়র মোসাব্বির হোসেন শামীম, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মহব্বত আলী ফকির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা মো. শাহ্ জামাল, আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও দৈনিক খবরপত্রের সাংবাদিক ফজলুল করিম, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক শহিদুজ্জামান শান্ত প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।