শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলা প্রশাসক রেজাউল করিম রাজিবপুর উপজেলা পরিদর্শন ও মতবিনিময় করেছেন।
রাজিবপুর থানা, ভারত-বাংলার বর্ডার হাট, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ কর্মসূচীসহ সকল দপ্তর সরেজমিনে পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৬ ফেব্রæয়ারি) সকাল ১১ টা থেকে দুপুর আড়াই পর্যন্ত পরিদর্শন শেষে বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী অফিসার এর সভাপতিত্বে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন, রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান, রাজিবপুর সদর ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল। মতবিনিময় সভায় উপজেলার নানা সমস্যার কথা তুলে ধরেন উপস্থিত বক্তাগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।