নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে দৈনিক পুনরুত্থান এর বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপস্থিত সংবাদকর্মীদের উদ্দেশে পত্রিকার প্রকাশক মো. সাইফুল ইসলাম সবুজ বলেছেন, সংবাদকর্মীদের প্রচেষ্টা ও পরিশ্রমেই দৈনিক পুনরুত্থান টিকে আছে। তবে পাঠক না থাকলে সংবাদপত্র থাকবে না। পাঠকেরাই একটি পত্রিকার প্রাণ। শেষ বিচারে পাঠকই রাজা, পাঠকই সব। তাঁরা আমাদের কাছে আছে বলেই আমরা কথা বলতে পারি। পাঠক কাছে আছে বলেই দৈনিক পুনরুত্থান বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কর্মকাণ্ড করতে পারে।
পত্রিকার প্রধান প্রতিবেদক নজরুল ইসলাম দয়ার সঞ্চালনায় প্রকাশক সাইফুল ইসলাম সবুজ বলেন, প্রিন্ট প্রকাশনার পাশাপাশি পাঠকের চাহিদার ওপর ভিত্তি করেই আমাদের অনলাইন চলছে। আপনারা (সংবাদকর্মীরা) সক্রিয় থাকুন। দেশের কাছে প্রত্যেকের ঋণ রয়েছে। এই ঋণের জায়গা থেকে সমাজের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়গুলো তুলে ধরতে হবে। মানুষের পাশে থাকুন।
প্রতিনিধি সভায় দানিসুর রহমান লিমন, সোহেল হাওলাদার সহ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।