স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল করোনার টিকা নিয়েছেন। শনিবার (২০ ফেব্রুয়ারি) বেলা বারোটায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা গ্রহণ করেন তিনি। এসময় সাংবাদিক আশরাফুল আলমও টিকা গ্রহণ করেন।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাধারণ সম্পাদক জানান, প্রতিটি সুস্থ মানুষেরই টিকা গ্রহণ জরুরি। এই টিকা নেয়ার পর কোন সমস্যা হয়নি বলেও তিনি জানান।
উল্লেখ্য, কাজিপুরে সাংবাদিকদের মধ্যে তাঁরাই প্রথম টিকা গ্রহণ করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।