কাজিপুর প্রতিনিধি: অতিরিক্ত পাথর আর বালিবাহী ভারী যানবাহন (ট্রাক) চলাচলের কারণে দেবে গেছে কাজিপুরের ঢেকুরিয়া -হরিনাথপুর জি সি’র সোনামূখী ইউনিয়নের পরাণপুর ব্রীজ। দেবে যাবার কারণে ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আর ঝুঁকি নিয়ে চলছে ছোট পরিবহনগুলো।
কাজিপুর উপজেলা প্রকৌশলীর অফিসসূত্রে জানা গেছে, ২০০৩ সালে উপজেলার হরিনাথপুর থেকে ঢেকুরিয়া পর্যন্ত ১৮ ফিট প্রশ্বস্ত ছয় কিলোমিটার এই রাস্তাটি নির্মাণ করা হয়। তখন এই রাস্তায় কালেভদ্রে ট্রাক চলাচল করতো কিন্তু স¤প্রতি ঢেকুরিয়ায় কয়েকটি অবৈধ বালির পয়েন্ট আর টাঙ্গাইলের নদী শাসনের সিসি ব্লক ঢেকুরিয়া ইকোপার্কে নির্মাণের কারণে এই রাস্তায় ভারী যানবাহনের চলাচল বেড়ে গেছে কয়েকগুণ। ফলে রাস্তা এবং ব্রীজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
গত বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে গিয়ে এলাকাবাসি সূত্রে জানা গেছে, চারদিন পূর্বে দশ চাকার একটি পাথর বোঝাই ট্রাক ব্রীজের উপর ওঠার পরই মাঝখানে দেবে গিয়ে ক্ষতিগ্রস্থ হয়। এসময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, ইকোপার্কে টাঙ্গাইলের কাজ চলছে। তারজন্যে দশ চাকার ভারী গাড়ী পাথর বোঝাই ট্রাক চলছে এই রাস্তায়। সেইসাথে বালিখেকোদের কারণে বড় ট্রাক চলাচল বেড়ে যাওয়ায় এই ঘটনা ঘটেছে।
কাজিপুর উপজেলা উপসহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, ‘ওই রাস্তার বিষয়ে আমরা অবগত আছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করার ব্যবস্থা চলছে।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।