সেবা ডেস্ক: সারাদেশের ন্যায় জামালপুরের বকশীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে পুস্পস্তবক অর্পন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
বকশীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ১২.০১ মিনিটে ফুল দিয়ে মহান ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
পুস্পস্তবক অর্পন ও শ্রদ্ধা নিবেদন কালে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহি কর্মকর্তা মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, সহকারী কমিশনার(ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ থানার ওসি তদন্ত ও পুলিশ কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।
এছাড়াও সর্বস্তরের রাজনীতিবিদগণ ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।