নিজস্ব প্রতিবেদক: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ।
সংগঠনের মহাসচিব ফররুখ শাহজাদ শুভর নেতৃত্বে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ বাজানো হয়। ফুল দেওয়া শেষে তারা কিছু সময় নিরবে দাঁড়িয়ে থাকেন।
প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন করে সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে ফুল দেওয়া শুরু হয়।
বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদন প্রাক্কালে উপস্থিত ছিলেন সংগঠনের মিডিয়া মুখপাত্র নজরুল ইসলাম দয়া, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম নাদিম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক মাজেদ ইবনে আজাদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন গাজী, ইয়াসিন সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।