কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, এসিল্যান্ড এবিএম আরিফুল ইসলাম, পিআইও একেএম শাহা আলম মোল্লা বুধবার (১৭ ফেব্রæয়ারি) করোনার টিকা গ্রহণ করেছেন।
বেলা ১২ টায় তারা কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে করোনার টিকা নেন। এসময় উপজেলা চেয়ারম্যানের স্ত্রী ও করোনার টিকা নেন। ভ্যাকসিন প্রয়োগ করেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন পারুল।
টিকা গ্রহণ শেষে ইউএনও জানান, ‘স্বাভাবিক টিকা বা ইনজেকশন নিতে যে ভীতি কাজ করে এই ভ্যাকসিন নিতে সে ভীতি ছিলো না।’
উপজেলা চেয়ারম্যান জানান, ‘ টিকা নিয়ে কোন প্রকার খারাপ লাগছে না।. সবারই ভীতিমুক্ত হয়ে টিকা গ্রহণ করা জরুরী।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, ‘ প্রতিদিনই টিকা নিতে আসা মানুষের চাপ বাড়ছে। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যে সব টিকা পুশ করা সম্ভব হবে।’
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।