ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে অর্থনৈতিক স্বাধীনতায় এগিয়ে বাংলাদেশ

S M Ashraful Azom
0
ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে অর্থনৈতিক স্বাধীনতায় এগিয়ে বাংলাদেশ


সেবা ডেস্ক: প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলে সারাবিশ্বে অর্থনৈতিক স্বাধীনতার সূচকে এগিয়েছে বাংলাদেশ। 

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান হেরিটেজ ফাউন্ডেশনের ‘বৈশ্বিক অর্থনৈতিক সূচক ২০২১’ এর প্রতিবেদনে আগের বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। 

এ সূচকে বাংলাদেশের পেছনে রয়েছে ভারত ও পাকিস্তান।

হেরিটেজ ফাউন্ডেশনের তথ্যমতে, ৫৬ দশমিক ৫ স্কোর করে বাংলাদেশের অবস্থান ১২০তম। পাকিস্তানের অবস্থান পাকিস্তান ১৫২ তম। বাংলাদেশের সমান স্কোর নিয়ে ১২১তম অবস্থানে আছে ভারত। বাংলাদেশ এ বছর দশমিক ১ পয়েন্ট স্কোর করায় ও এ বছর ভারত কোনো স্কোর না করায় অবস্থানের এ পরির্বতন হয়েছে। 

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ওপরে রয়েছে একমাত্র ভুটান। দেশটির স্কোর ও অবস্থান হলো যথাক্রমে ৫৮ দশমিক ৩ ও ১০৯তম। 

তালিকায় ৮৯ দশমিক ৭ স্কোর নিয়ে প্রথম অবস্থানে আছে সিঙ্গাপুর। এরপরই যথাক্রমে নিউজিল্যান্ড (স্কোর ৮৩দশমিক ৯) এবং অস্ট্রেলিয়া (স্কোর ৮২ দশমিক ৪)।  শ্রীলংকা ১৩১, নেপাল ১৫৭, যুক্তরাজ্য ৭, যুক্তরাষ্ট্র ২০।

তালিকায় সর্বশেষ অবস্থানে আছে উত্তর কোরিয়া। দেশটির অবস্থান ও স্কোর যথাক্রমে ১৭৮ এবং ৫ দশমিক ২। 



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top