সেবা ডেস্ক: সদ্য সমাপ্ত জামালপুর পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ২৮ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিটি কেন্দ্রে, ইভিএম পদ্ধতিতে শান্তিপূর্ন ভাবে, উৎসব মূখর পরিবেশে, ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। পরে সন্ধ্যায় নব-নির্মিত মির্জা আজম অডিটোরিয়ামের নির্বাচন পর্যবেক্ষন কেন্দ্র থেকে, জামালপুর পৌর নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ গোলাম মোস্তফা প্রাপ্ত ভোটের ফলাফল ঘোষণা করে, ছানোয়ার হোসেন ছানুকে বিজয়ী ঘোষনা করেন। রিটার্নিং অফিসার বিজয়ী ফলাফল ঘোষণা করার পর, ছানোয়ার হোসেন ছানুকে জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ বাকী বিল্লাহ ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো.মোজাফফর হোসেনসহ সকলের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য শাহিনা বেগম।
এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমান আরা হেনাও নব-নির্বাচিত মেয়র ছানুকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে জেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠন নেতৃবৃন্দরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দরা দলে দলে যোগ দেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।