বগুড়ায় আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

S M Ashraful Azom
0
বগুড়ায় আমাদের সময়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


নিজস্ব প্রতিবেদক, বগুড়া: দেশের শীর্ষ দৈনিক আমাদের সময়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো বগুড়ায়। 

বুধবার সকালে কেক কর্তন ও আলোচনা সভার মধ্যদিয়ে এই উৎসব উদযাপন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহজাহান আলী।

বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সহসভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া সাংবাদিক ইউনিয়নের(বিইউজে) সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউফ প্রমুখ। উপস্থিত ছিলেন বিইউজে’র সাবেক সাধারণ সম্পাদক ঠাÐা আজাদ, বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি শফিকুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত সানু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল, ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, পাঠাগার সম্পাদক এইচ আলিম, দৈনিক কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক লিমন বাশার, বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক আব্দুর রহমান টুলু, বিইউজে’র কোষাধ্যক্ষ প্রবীর মোহন্ত, যমুনা থিয়েটারের সভাপতি খায়রুল আলম, জেলা হিন্দু বিবাহ নিবন্ধক সমিতির সাধারণ সম্পাদক গৌরব চন্দ্র দাস, বগুড়া জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ রুবেল, শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, স্কুল শিক্ষক বিপ্লব মোহন্ত, ব্যবসায়ী বজলুর রহমান, উপজেলা প্রতিনিধি আবু আব্দুল্লাহ প্রিন্স, মুনসুর রহমান তানসেন, জিল্লুর রহমান, মাহমুদুল হাসান মনজু প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সময় যাত্রা শুরুই করে একটি নতুন ধারার সাংবাদিকতাকে সামনে রেখে। পত্রিকাটি স্বল্পসময়ে নতুন ধারার সাংবাদিকতায় দেশে ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। স্বল্পপরিসরে সকল নিউজ এবং সংবাদ বিশ্লেষণ এখনও পত্রিকাটি দেশের শীর্ষ সংবাদপত্র হিসেবে অবস্থান ধরে রেখেছে। মুক্তিযুদ্ধের পক্ষে আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আমাদের সময় তার অবস্থান ধরে রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

Post a Comment

0Comments

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

Post a Comment (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top