বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ২০২০-২০২১ অর্থ বছরের আওতায় উপজেলা পরিষদের রাজস্ব উন্নয়ন তহবিল (উদ্বৃত্ত) থেকে ৮১ টি হতদরিদ্র পরিবারের মাঝে বৃহস্পতিবার দুপুরে স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদের উদ্যোগে পৌর এলাকার কোহিনুর আদর্শ দাখিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এসব স্যানিটারী ল্যাট্রিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।
এ সময় বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, উপজেলা চেয়ারম্যানের সিএ সুলতান , এলজিইডির কম্পিউটার মুদ্রাক্ষরিক ছামেদুল ইসলাম, সার্ভেয়ার ইব্রাহিম মিয়া , লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।