শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে ভুমিকম্পে করনীয় নিয়ে ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ই ফেব্রুয়ারি ) সকাল১১:০০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বকশীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় এ মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা,
ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের মাধ্যমে কিভাবে,ভূমিকম্প পরবতর্ী ইত্যাদি পরিস্থিতি মোকাবেলা করা যায় তাই মহড়ায় তুলে ধরা হয়।
এসময় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুন মুন জাহান লিজা মহড়া পর্যবেক্ষণ করেন।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)স্নিগ্ধা দাস,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ নুরুদ্দিন অলি,ফায়ার লিডার হাসান আলী,ফায়ার ম্যান মোঃ মঞ্জু মিয়া,মোঃবাদশা মিয়াসহ ১০ সদস্যের ফায়ার টীম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।