শামিম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে।
আজ রোববার সকালে (৭ই মার্চ) দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলনের মধৗ দিয়ে দিনের কার্যসূচী শুরু হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ও উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জামালপুর-১ আসনের সংসদ সদস্য সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ ভার্চুয়াল মিটিং এ প্রধান অতিথি হিসাবে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনির উদ্ধোধন করেন।
উপজেলা গণগ্রন্থাগার রুমে আলোচনা সভা,বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা, ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট, পৌরসভার মেয়র নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মফিজ, বীরমুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি, মহিলা আওয়ামীলীগ নেত্রী তাহমিনা শিউলি সহ উপজেলা প্রশাসনের কর্মকতাবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।