হোটেলে চলছিল অনৈতিক কর্মকাণ্ড, ২০ নারীসহ আটক ৩৭

S M Ashraful Azom
0
হোটেলে চলছিল অনৈতিক কর্মকাণ্ড, ২০ নারীসহ আটক ৩৭


সেবা ডেস্ক: রাজশাহীর চারটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে রাজশাহী মহানগরী পুলিশ। এ সময় অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২০ জন নারীসহ ৩৭ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ মার্চ) রাত ১০টার দিকে নগরীর সাহেববাজার এলাকায় সূর্যমুখী, পদ্মা, সুরমা ও আত্রাই নামের চারটি হোটেলে এ অভিযান চালানো হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার একটি দল এ অভিযান চালায়।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে।
 
মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিবি) আরিফিন জুয়েল জানান, পদ্মা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে আটজনকে আটক করা হয়। এর মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন নারী। এছাড়া সূর্যমুখি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করা হয়েছে।

এর মধ্যে সাতজন পুরুষ ও আটজন নারী। অপরদিকে, সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নয়জনকে আটক করা হয়। এর মধ্যে তিনজন পুরুষ ও ছয়জন নারী। এছাড়াও আশ্রয় আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুইজন পুরুষ ও তিনজন নারীকে আটক করা হয়।

উপ-কমিশনার আরিফিন জুয়েল বলেন, জুয়া খেলাসহ অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top