লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে দিনব্যপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠন ও বোয়ালমারী এফ এইচ খান বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
শুক্রবার দিনব্যপী ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, বীরমুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মাজহারুল ইসলাম, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন মিয়া, সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান, ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন সহ সকল দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।