আজকের তাজা খবর ১৪ বর্ষে পদার্পন উপলক্ষে ঢাকা অফিস রামপুরায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাত ৯টায় পত্রিকার বার্তা প্রধান নজরুল ইসলাম দয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার।
তিনি বলেন, নির্ভয়ে সত্য সংবাদ প্রকাশ করুন। দেখেছি, তাজা খবর অপরাধীদের মুখোশ উন্মোচন করে। বুকে সাহস রাখুন। আমি আপনাদের পাশে আছি।
তাজা খবর এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই। মঙ্গলবার (১৬ মার্চ) পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি।
স্টাফ রিপোর্টার ফাহিম আহমেদ ও লেহাজ উদ্দিন সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন মিউজিশিয়ান সুমন চৌধুরী রানা, বাংলাদেশ বেতার ও টেলিভিশন কন্ঠশিল্পি হিমাদ্রী বিশ্বাস, পত্রিকার সাব-এডিটর শেখ তিতুমীর, মারুফ তালুকদার প্রিন্স, কামরুল হাসান শেখ, সংবাদকর্মী আজিজুল হক রাজু, জেএইচ টিপু, আলী হোসেন, তৈমুর, মডেল অভিনেত্রী মোনালিসা, বিএম রশিদ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।