জামালপুর প্রতিনিধি : জামালপুরের নবাগত পুলিশ সুপারের সাথে জামালপুর জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: নাসির উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন, সাংবাদিক মুকুল রানা, এম সুলতান আলম, শুভ্র মেহেদী, ফজলে এলাহী মাকাম, তানভীর আহমেদ হীরা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, জামালপুরকে সন্ত্রাস, মাদক ও অপরাধমুক্ত শান্তিপুর্ণ জেলা হিসেবে পরিণত করতে পুলিশ ও সাংবাদিক একসাথে একযোগে কাজ করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।