লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরে পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আদালতের বিচারক মোঃ জুলফিকার আলী খাঁন। রবিবার দুপুরে এই দন্ডাদেশ প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারী দুপুরে নিজের ফসলি জমি দেখতে বাড়ি বের হন জামালপুর সদর উপজেলার দক্ষিণ কৈডোলা গ্রামের আলহাজ্ব ইমান আলী। দুপুরে কৈডোলা দাখিল মাদরাসার কাছে পৌছলে তার দ্বিতীয় পুত্র মোঃ সবুজ মিয়ার সাথে জমি সংক্রান্ত বিরোধে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পিতাকে কিল, ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। আহত ইমান আলীকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার পথেই তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের বড় ছেলে বাদল মিয়া বাদী হয়ে জামালপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষের ভিত্তিতে পিতাকে হত্যার দায়ে পুত্র মোঃ সবুজ মিয়াকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ জুলফিকার আলী খাঁন। রায় ঘোষণার সময় আসামী সবুজ মিয়া আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।