রৌমারীতে হঠাৎ পেঁয়াজের বাজারে আগুন

S M Ashraful Azom
0
রৌমারীতে হঠাৎ পেঁয়াজের বাজারে আগুন


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার সকল হাট বাজারে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি হওয়ায় ক্রেতারা হতাশায় পড়েছেন। 

গত ৫ দিন আগেও পেঁয়াজের দাম ছিল ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। বর্তমানে পেঁয়াজ খুচরা দামে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫৫ টাকা পর্যন্ত। 

ভুক্তভোগীরা বলছেন বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় সুযোগবুঝে কাচাঁ মাল ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাজার দর বৃদ্ধি করছে।

বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় কৃষকদের উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রয়ের জন্য আনার সাথে সাথে আরতদাররা তাদের কাছ থেকে কম দামে পেঁয়াজ ক্রয় করে মজুদ করে রাখেন। 

পরে সিন্ডিকেটের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রয় করে থাকেন। ফলে খুচরা ব্যবসায়ীরা সাধারন ক্রেতাদের কাছে উচ্চ মুল্যে বিক্রয় করেন। 

বাজার মনিটরিং ব্যবস্থা কমিটি না থাকায় বেপরোয়া হয়ে উঠছে আরতদার ব্যবসায়ীরা। 

স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

বাজার করতে আসা একজন ক্রেতা গোলাম রব্বানী জানান, কয়েক দিন আগেই ১ কেজি পেঁয়াজ ২৫ টাকা দিয়ে কিনে নিয়ে গেছি। আজ আবার দেখি ৪৫ টাকা দরে বিক্রি করছে। 

খুচরা ব্যবসায়ী ফেরদৌস বলেন, আরতদারের কাছ থেকে পেঁয়াজ যে দামে কিনি সামান্য লাভে আমরা ক্রেতার কাছে বিক্রি করি। 

হঠাৎ করে পেঁয়াজের দাম বেশি হওয়ায় আমরাও প্রশ্নের শিকার হচ্ছি।

স্থানীয় আরতদার রফিকুল ইসলাম জানান, এই পেঁয়াজগুলো আমরা কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে আমদানী করে থাকি। 

সেখানে দাম বেশি পড়ে আবার পরিবহন খরচসহ অল্প লাভে খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করি। এতে আমাদের করার কিছুই নেই।

রৌমারী বাজার বণিক সমিতির সভাপতি শ্রী প্রদীপ কুমার সাহা বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা কমিটি থাকলেও তা কাগজে কলমে রয়েছে। 

কেননা কাচাবাজার আরতদাররা যেভাবে পারে সুযোগবুঝে পেঁয়াজসহ অন্যান্য শাকসবজি ও মসলাজাতীয় দ্রব্য তাদের ইচ্ছানুযায়ী বিক্রয় করে থাকে।
  



শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top