শামীম তালুকদার: জামালপুরের বকশীগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মুক্তিযোদ্ধের স্মৃতিবিজরিত ১১ নং সেক্টরের ধানুয়া কামালপুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হয়।
আজ শুক্রবার সকাল ৬:৩০টায় ( ২৬ শে মার্চ ২০২১) ধানুয়া কামালপুরে উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন,জাতীয় পতাকা উত্তোলন,দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবদন, দোয়া ও আলোচ এসময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান,বকশীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,
ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবুর রহমান,বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম (হামদি) সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাবৃন্দ,ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন,ইউনিয়ন মানবাধিকার কমিশনের সভাপতি শিক্ষক মেসবাহুল হক তুহিন,সাধারণ সম্পাদক মিজানুর ইসলামসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ।
ইউ এনও মুনমুন জাহান লিজা তার বক্তব্যে, ১১নং সেক্টরের এবং বকশীগঞ্জের শহীদ বীরমুক্তিযোদ্ধা,খেতাবপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধাসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান ও স্মৃতিসৌধের সার্বিক উন্নয়নে তিনি আশ্বাস প্রদান করেন।মোনাজাত পরিচালনা করেন ইসলামিয়া দাখিল মাদ্রসার সুপার নয়া মিয়া।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।