উল্লাপাড়া প্রতিনিধি: ৫ হাজার পিচ ইয়াবাসহ ধরা পড়লেন মাদক ব্যবসায়ী দুই ভাই বোন এরা হলেন, উপজেলার এনায়েতপুর আদর্শগ্রামের বাহাদুর রহমানের ছেলে রাসেল (২৮) ও তার বোন রাশেদা খাতুন (২৭) রোববার উল্লাপাড়া মডেল থানা পুলিশ পৌর শহরের শ্রীকোলা বাসস্ট্যান্ড এলাকা থেকে এই দুই ভাই বোনকে গ্রেফতার করে
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান উল্লাপাড়ায় আসছে মর্মে গোপন খবরের ভিত্তিতে ভোরবেলা থেকেই শ্রীকোলা বাসস্ট্যান্ডে পুলিশের চেকপোস্ট বসানো হয় একটি গাড়িতে করে ওই দুই ভাই বোন মাদক নিয়ে উল্লাপাড়া আসছিলেন পুলিশের অবস্থান দেখে তারা চেকপোস্টের অদুরে গাড়ি থামিয়ে পালানোর সময় ধরা পড়ে এসময় পুলিশ তাদের গাড়ি থেকে ৫ হাজার পিচ ইয়াবা জব্দ করে এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় মামলা হয়েছে
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।