কালিয়াকৈর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকায় পানিতে ডুবে সাইদুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার তরফপুর এলাকার সাকিমুদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সাইদুর রহমান বড়ইছুটি এলাকায় মোঃ ফরিদ হোসেনের বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকালে বাসার পাশে অবস্থিত পুকুরে পড়ে পানিতে ডুবে যায়।
ডুবে সেখানেই মারা যান সাইদুর। পানিতে ডুবে মারা যাওয়ার সন্দেহে লাশ উদ্ধারের চেষ্টা করে এলাকাবাসী।
অনেক খোঁজাখুঁজির পরেও তারা উদ্ধার না করতে পেরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন একঘণ্টা চেষ্টা করে পানি থেকে লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার এসআই জুলহাজ মিয়া জানান, যুবকের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে মৃত্যু ব্যক্তির পরিবার জানিয়েছে তার মৃগীরোগ ছিল। পরবর্তী ব্যবস্থা গ্রহণ করে লাশ হস্তান্তর করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।